শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নদী সাঁতরে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ১২ মাসে গ্রেফতার ৬৬৮ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

অবিশ্বাস্য হলেও সত্য, প্রতিদিনই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় টেক্সাস অঙ্গরাজ্যে সীমান্ত প্রহরীদের কাছে বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। এ হার দৈনিক গড়ে দুজন অর্থাৎ ১২ মাসে ৬৬৮ জন। টেক্সাসের লরেডা সেক্টরে বর্ডার পেট্রল এজেন্টরা এ তথ্য জানিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বশেষ ২১ সেপ্টেম্বরই ধরা পড়েছে ৮ জন। তারা বৃহত্তর নোয়াখালী ও সিলেটের অধিবাসী। সবাই বিএনপির কর্মী হিসেবে এসাইলাম চেয়েছেন বলেও জানা গেছে। খবর এনআরবি নিউজের। বর্ডার পেট্রল কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণের ভয়ে তারা দালালকে মোটা টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশ হয়ে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে ঢুকেছে। প্রায় সবাই মেক্সিকোর রায়ো গ্রান্দে নদী সাঁতরে হিল সাবডিভিশন নদীতে এসেছিল। ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ এলাকায় মোট ৬৫০ বাংলাদেশি ধরা পড়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন সপ্তাহে ধরা পড়ে ১০০ বাংলাদেশি। সে সময় মোট সংখ্যা ছিল ৬২২। এভাবে দলে দলে ঢুকছে বাংলাদেশিরা শুধু টেক্সাসের এই নদীপথে। এ নদীর স্রোতে ভেসে এর আগে ডজনখানেক বাংলাদেশি যুবকের প্রাণ গেছে বলে মানবাধিকার সংস্থার লোকজন অভিযোগ করেছেন। কয়েকজনের লাশ সেই খরস্রোতা নদী থেকে উদ্ধারের পর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে। টেক্সাসে গ্রেফতারকৃত প্রায় সবারই আত্মীয়স্বজন আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা চেষ্টা করছেন প্যারোলে মুক্ত করতে। এদিকে, গ্রেফতারকৃতদের উদ্ধৃত করে মার্কিন অভিবাসন দফতরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, জীবনের ঝুঁকি নেওয়ার পরও দালালকে মাথাপিছু গড়ে ২৭ হাজার ডলার (২৫ লাখ টাকা) করে দিতে হয়। দালালরা ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং এরপর ব্রাজিলে পাঠায় বৈধ ভিসায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর