রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন জাতীয় জনজোট ও বাংলাদেশ জনসেবা পার্টি (বাজপা) চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া। গতকাল ঢাকাস্থ জিডিএফ মিলনায়তনে বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন এম জি ইয়াছিন সরকার, প্রফেসর ড. সালাম পাটওয়ারী, এ কে এম খোরশেদ আলম, অধ্যাপক গাজী রফিকুল আলম, সিএম মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। ড. নজরুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, নিবন্ধিত-অনিবন্ধিত নয় আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে দেখতে চায় দেশবাসী। তিনি বলেন, শুধু আমরা জাতীয় জনজোট বা বাজপা নয় বাংলাদেশের ১৭ কোটি জনতাসহ সারা পৃথিবীর গণতন্ত্রমনা মানুষ বাংলাদেশে একটি উৎসবমুখর অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করে। তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর