রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকালে শাহবাগে কালো গাউন পরে তরুণ-তরুণীরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভে বক্তারা বলেন, মেধাকে বয়সের ফ্রেমে বন্দী করে রাখা যায় না। মেধার সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজ, রাষ্ট্রকে উন্নীতের দিকে নিয়ে যেতে পারে। বয়স এক্ষেত্রে বাধা হতে পারে না। একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ শিক্ষা শেষে চাকরিতে প্রবেশের বয়সের সীমাবদ্ধতার কারণে তা কাজে লাগাতে পারছে না। চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর বাস্তবায়ন করলে মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। বিক্ষোভে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক মারজুক হোসেন, যুগ্ম আহ্বায়ক অনিন্দ্য রায় প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর