রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে ১০ অক্টোবর মাঠে থাকবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা আসামি। রায় ঘোষণা কেন্দ্র করে বিএনপি ও জামায়াত যাতে সিলেটে কোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে জন্য মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল সকালে সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সভায় কামরান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করতে হবে। আগামী ১০ অক্টোবর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, আবদুল খালিক, কয়েছ গাজী, সহ-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর