রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ড. কামাল-বি চৌধুরীরা রাজাকার পুনর্বাসনেই বিএনপির সঙ্গে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার-জঙ্গি-সন্ত্রাসীদের রাজনীতিতে পুনর্বাসন করার জন্যই বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন ড. কামাল ও বি চৌধুরী গং। তথ্যমন্ত্রী গতকাল রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাসদের নির্বাচনী সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা-১৪ আসন থেকে ১৪-দলীয় প্রার্থী হিসেবে জাসদ নেতা নূরুল আখতারের নাম প্রস্তাব করেন। তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১০ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দুই দিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা বা আকাশের ঠিকানায় লেখা চিঠি— যা জনগণ বা সরকার কারও কাছেই পৌঁছাবে না। তিনি বলেন, বিএনপির দণ্ডিত অপরাধীদের মুক্তি আর নির্দলীয় সরকারের দাবি আসলে নির্বাচন বানচালেরই পাঁয়তারা। জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।

জাসদের স্থায়ী কমিটির সদস্য নূরুল আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা নাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, মাইনুল রহমান, নূরুন্নবী, মীর্জা আনোয়ার, সামছুল ইসলাম সুমন প্রমুখ।

সর্বশেষ খবর