সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘দুষ্কর্ম আড়াল করতেই ডিজিটাল আইন’

নিজস্ব প্রতিবেদক

দুষ্কর্ম ও দুর্নীতি আড়াল করতেই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিতে চাইছে সরকার। এটি মহাজোট সরকারের রক্ষাকবজ হলেও এর অজামিনযোগ্য ধারা জনগণের জন্য জুলুম-নির্যাতনের হাতিয়ার। গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি এবং দেশব্যাপী জুলুমবিরোধী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে এসব কথা বলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের রাজেকুজ্জামান রতন।

উপস্থিত ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। সমাবেশটি পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।

সাইফুল হক বলেন, সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই ডিজিটাল আইন করেছে। নিজেদের নিরাপত্তা বর্ম হিসেবেই তারা জনগণ ও গণমাধ্যমের ওপর অগণতান্ত্রিক ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর