মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাউশি ডিজির চিকিৎসায় ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চেক গ্রহণ করেন অধ্যাপক মাহবুবুর রহমানের স্ত্রী আলেয়া ফেরদৌসী।

অধ্যাপক মাহবুবুর রহমানের স্বজনরা জানান, ১৯ সেপ্টেম্বর বিকালে জ্বরে আক্রান্ত হন মাউশি মহাপরিচালক। পরিস্থিতির অবনতি হলে ওই রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ২৩ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের চিকিৎসা চলছে।

সর্বশেষ খবর