বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এসিটি শিক্ষকদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

সেকায়েপ প্রকল্পের অধীন প্রায় সাড়ে ৫ হাজার অতিরিক্ত শ্রেণি শিক্ষককে (এসিটি) রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে এ প্রকল্পের অধীন নিয়োগপ্রাপ্তরা। রাজস্ব খাতে অন্তর্ভুক্তি বিলম্বিত হলে এমপিওভুক্তি অথবা অন্য প্রকল্পে স্থানান্তরের দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। এর আগে গত সোমবারও প্রেস ক্লাবের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করেন তারা। সকাল সাড়ে ১০টায় তিন শতাধিক এসিটি শিক্ষক প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে এসিটি শিক্ষকরা পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন প্রমুখ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন। অতিরিক্ত এসব শ্রেণি শিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ীকরণ করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা।

সর্বশেষ খবর