বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে

————————— স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে দমন করবে। গতকাল রাজধানীর ফার্মগেটে যুবলীগ আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, ‘এ দেশের জনগণ জঙ্গি-সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না। কাজেই কোনো কিছু ঘটার আশঙ্কা নেই। এ ছাড়া আমাদের দক্ষ, চৌকস, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। কেউ যদি কোনো ঘটনা ঘটাতে চায়, আইন অনুযায়ী তার বিচার হবে।’ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ ঘোষণা করা হবে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করবেন।

সর্বশেষ খবর