বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
গ্রেনেড হামলার রায়

ঐতিহাসিক বললেন তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক বলে অভিমত প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, স্বচ্ছ বিচার হয়েছে বলেই গ্রেনেড হামলা মামলায় কারও ফাঁসির রায় হয়েছে, কারও যাবজ্জীবন হয়েছে। রায়ের তত্ক্ষণাৎ প্রতিক্রিয়ায় গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৪ বছর পরে আজকে রায়টি হলো এবং এটি একটি ঐতিহাসিক রায়। কারণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ২১ আগস্ট হামলা সংঘটিত হয়েছিল। রায়ে বিস্তারিত আছে কীভাবে কোথা থেকে গ্রেনেড আনা হয়েছিল, কোথায় মিটিং করে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর