শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইন্ডাস ফুড-টুতে অংশ নেবে বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধিদল

নয়াদিল্লি প্রতিনিধি

বৃহত্তর নয়দায় আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠেয় ‘ইন্ডাস ফুড-টু’ প্রদর্শনীতে বাংলাদেশ উচ্চ ক্ষমতার একটি ক্রেতা প্রতিনিধি দল পাঠাবে। গত বুধবার দিল্লিতে ট্রেড প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়া (টিপিসিআই) কার্যালয়ে আলোচনা শেষে এই তথ্য প্রকাশ করেন ঢাকাভিত্তিক ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহাঙ্গীর বিন আলম। ইন্ডাস ফুড অনুষ্ঠানকে ‘বিশ্বখাদ্য সুপার মার্কেট’ বলে গণ্য করা হয়। সেখানে ভারতে তৈরি সব ধরনের খাদ্য ও পানীয় উপাদানসামগ্রী সহজে বেচাকেনার আয়োজন করা হয়। ভারত সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে খাদ্য ও পানীয়সামগ্রী রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশে এসব পণ্যের চাহিদার ১৭ দশমিক ২ ভাগ জোগান দেয় ব্রাজিল। এর পর ইন্দোনেশিয়া (১২ দশমিক ১), কানাডা (৯ দশমিক ৭), আর্জেন্টিনা (৯ দশমিক ১) এবং ভারত (৬ দশমিক ৬)।

সর্বশেষ খবর