শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খুবিতে ছাত্র-বহিরাগত সংঘর্ষ, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ১৩ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় খুবির খাজা হলের সামনের মাঠে সিনিয়র ডিভিশন লিগ-২০১৮ খেলাকে কেন্দ  করে এসব ঘটনা ঘটে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, মাঠে উদয়ন ক্লাব ও আলীর ক্লাবের মধ্যে খেলার সময় বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কটূক্তি করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বহিরাগতদের কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

উল্লেখ্য, সিনিয়র ডিভিশন ফুটবল লিগ পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থা ১২   অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহারের   অনুমতি নিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর