শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নেতাপুত্রের হাতুড়ির পিটুনিতে মেকানিক গুরুতর আহত

নাটোর প্রতিনিধি

নাটোরে মোটরসাইকেল পার্টস চুরির অভিযোগে গ্যারেজ থেকে তুলে নিয়ে পিটিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে মামুন হোসেন (২১) নামে এক যুবককে। মামুন পেশায় মোটর মেকানিক। তার পিতা শহরের তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার আশরাফ আলী। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় শহরের তেবাড়িয়াহাট এলাকার একটি ঘর থেকে মামুনকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, শহরের হুগোলবাড়িয়া এলাকায় মামুন হোসেনের গ্যারেজে মোটরসাইকেল মেরামত করতে দেয় তেবাড়িয়া এলাকার আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিনের পুত্র নাঈম হোসেন। যথারীতি কয়েক দিন আগে মোটরসাইকেলটি ঠিক হলে তা নিয়ে যায় নাঈম। হঠাৎ করে বৃহস্পতিবার দুপুরে নাঈমের নেতৃত্বে রবীন, সাব্বির, লিটন, রাকিব, শাকিলসহ ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেল পার্টস চুরির অভিযোগে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তেবাড়িয়া হাটে। সেখানে দুপুর থেকে রাত অবধি একটি ঘরে আটক রেখে হাতুড়ি, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটায়। পরে ঘটনার দিন রাতেই মামুনের পরিবারের সদস্যরা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তি করার পর দেখা যায় প্রচণ্ড মারপিটের কারণে মামুনের শরীরের একাংশ বিকলাঙ্গ হয়ে গেছে। এ ব্যাপারে মামুনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  মামুন বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। সন্ত্রাসীরা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়েছে। এ ছাড়া পকেটে থাকা ৩৬০০ টাকাও নিয়ে গেছে। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন আহম্মেদ বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর