শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফ্লোরিডায় ১৭-১৮ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলা

প্রতিদিন ডেস্ক

ফ্লোরিডায় আগামী ১৭ ও ১৮ অক্টোবর বাংলাদেশসহ ৫২ দেশের রাজনীতিক-ব্যবসায়ী-আমলাদের অংশগ্রহণে ‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’ অনুষ্ঠিত হবে। খবর এনআরবি নিউজের। আন্তর্জাতিক এ মেলায় যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, গুয়াতেমালা, ঘানা, হন্ডুরাস, কঙ্গো, হাঙ্গেরি, ইতালি, যুক্তরাজ্য, জ্যামাইকা, রোমানিয়া, বাহামা, বাহরাইন, কলম্বিয়া, সাউথ কোরিয়া, মেসিডোনিয়াসহ বিভিন্ন দেশের ১২ শতাধিক ব্যবসায়ী-শিল্পপতি-বাণিজ্য সম্পর্কিত ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এতে কটি দেশের পণ্য-সামগ্রীর স্টল ছাড়াও থাকবে ব্যবসা-বিনিয়োগ সম্পর্কিত মতবিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম, প্যানেল ডিসকাশন। ‘কানেক্ট ইয়োর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এ বাণিজ্যমেলায় বাংলাদেশি সমন্বয়ক হিসেবে থাকছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান আতিক। তিনি জানান, বিদেশি বিনিয়োগ টানতে এই মেলার গুরুত্ব অপরিসীম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর