শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি

বাহরাইনের রাজধানী মানামায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে নিহত হন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল আবেদীন (২৫)। গত ৯ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া গ্রামের শসানখলা এলাকার ইসমাইল মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশের সময় রাত সাড়ে ৮ টায় জয়নাল আবেদীন কাজ শেষে বাসার ফেরার পথে অসুস্থ মায়ের খবর নিতে বাড়িতে ছোট বোন ও পরিবারের অন্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় বোনকে বলেন মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবি। ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাবি। যত টাকা লাগে মায়ের চিকিৎসায় কোনো অবহেলা করবি না। আমি ১০ অক্টোবর সকালে কাজে যাওয়ার পথে টাকা পাঠাব। আব্বা-আম্মার প্রতি খেয়াল রাখিস। বাসায় গিয়ে ১০টার সময় আম্মার সঙ্গে কথা বলব। এ বলে জয়নাল আবেদীন মোবাইল ফোন রেখে দেয়। তারপর থেকে স্বজনরা জয়নাল আবেদীনের ফোনের অপেক্ষায় থাকলেও আর ফোন আসেনি বলে কান্নায় ভেঙ্গে পড়েন তার মা, বাবা ও বোনেরা। জয়নালের এই মৃত্যুতে এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর