রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের অগ্রগতি এখন আর শুধু আমাদের মুখের কথা নয়

------------------ পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশের অগ্রগতি এখন আর আমাদের মুখের কথা বা শুধু বাংলাদেশের স্বীকৃতি নয়, সমগ্র বিশ্ব আর আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে। আজকের (গতকাল) পত্রিকাগুলোতে আছে মানবসম্পদ উন্নয়নে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এগিয়ে আছে পাকিস্তান থেকেও। বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের জন্য এটা একটি বিশাল অর্জন। গতকাল বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আবদুল মালেক, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এমনকি আকাশপথের নিরাপত্তা সূচকে ভালো করায় ‘আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এগুলো সবই আমাদের উন্নয়নের অগ্রযাত্রার স্বীকৃতি। সবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফসল ছাড়া আর কিছু নয়। তাই আমাদের এ উন্নয়ন অব্যাহত রাখতে হবে-শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে, জনগণকে পৌঁছে দিতে হবে উন্নত দেশের মঞ্চে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর