সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘জঙ্গিবাদের থাবা থেকে দেশ রক্ষায় আ’লা হজরতের আদর্শ প্রচার জরুরি’

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইমাম আ‘যম ও আ‘লা হযরত গবেষণা পরিষদের আয়োজনে আ‘লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান রহ. (আ‘লা হযরত)-এর ওফাত শতবার্ষিকী উপলক্ষে গতকাল এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ। মুফতি আবুল কাশেম ফজলুল হকের সঞ্চালনায় ও শায়খুল হাদিস আল্লামা সোলাইমান আনছারীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, লেবানন গ্লোবাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর শায়খ ড. জামাল মুহাম্মদ সাকার আল-হোসাইনী আল-হাশেমী, ভারতের আল্লামা নূরানী মিয়া আশরাফী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মুহাম্মদ আবদুল করিম।

 অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কারি ড. শায়খ আহমদ নাঈনা (কায়রো, মিসর) ও কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদের করাল থাবা থেকে মুসলিম জাতিকে রক্ষা করতে হলে মানবতাবাদী ইসলামের স্বরূপ উপলব্ধি করতে হবে। স্বার্থান্বেষী গোষ্ঠীর বিকৃত ব্যাখ্যায় উগ্রবাদী ইসলামের বিপরীতে উদারনৈতিক সামগ্রিক ইসলামের সঠিক দর্শন পেতে হলে আমাদের আ‘লা হযরতের শরণাপন্ন হতে হবে।

সর্বশেষ খবর