সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হবে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠান এবং হাত ধোয়া কার্যক্রমে অংশ নেবে। নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল তিনটার এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর