বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সরকারি সুবিধা চান সেই শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

সদ্য সরকারি হওয়া ২৯৬ কলেজের ৫৯ বছর অতিক্রান্ত শিক্ষক-কর্মচারীরা সরকারিকরণের সব সুযোগ-সুবিধা দাবি করেছেন। তারা বলছেন, সরকারিকরণের দীর্ঘসূত্রতায় এক হাজারেরও বেশি প্রবীণ শিক্ষক-কর্মচারী চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০১৬ সালের নিয়োগ নিষেধাজ্ঞা থেকে সরকারিকরণের দিন ধার্য করা হলে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৯ অতিক্রম করতাম না। এমনকি ডিড অব গিফট সম্পন্ন হওয়ার দিন থেকে সরকারিকরণ ধরা হলেও সরকারি সুযোগ-সুবিধা পেতাম।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বঞ্চিত শিক্ষক-কর্মচারী’দের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. আবদুল মোতালেব শেখ বলেন, সরকারিকরণের সুযোগ-সুবিধা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে সরকারি হওয়া বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর