বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে’

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান গণবিচ্ছিন্ন সরকার সহজে জনগণের দাবি মানবে না। সরকারকে জনগণের দাবি মানতে বাধ্য করা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সংসদ ভেঙে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)  সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমদ, খেলাফত মজলিসের মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, যে সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কারচুপি করে সেই সরকারের অধীনে কীভাবে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে? তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পৌরসভা নির্বাচন, সিটি নির্বাচনসহ সব নির্বাচনেই কারচুপি করেছে, জনগণকে ভোট দিতে দেয়নি। কিছুতেই এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা দাবি করেছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সর্বশেষ খবর