বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গণদলকে জাতীয় ঐক্যে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

গণদলকে জাতীয় ঐক্যে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। গতকাল রাজধানীর মৌচাকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই প্রস্তাব নিয়ে আসেন ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব অ্যাডভোকেট আ ব ম মোস্তফা আমিন। চার সদস্যের জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি দলের সদস্যরা গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরীর সঙ্গে প্রস্তাবের পক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন। এ সময় তারা ২৩ অক্টোবর অনুষ্ঠেয় নাগরিক সমাবেশে গণদলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে গণদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী দেশকে সত্যিকার কল্যাণরাষ্ট্রে পরিণত করতে সুশাসননির্ভর সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। জাতীয় ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে সবার অংশগ্রহণে পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। গোলাম মাওলা বলেন, রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। গণতন্ত্র কার্যকর করতে হবে। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে গণদল চেয়ারম্যান বলেন, জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কোনো ধরনের আন্দোলন সমর্থন করে না তার দল। বৈঠকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষে উপস্থিত ছিলেন নুরুল হুদা মিলু চৌধুরী, হাবিবুর রহমান ও মোহাম্মদ হানিফ। অন্যদিকে গণদলের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আবু সৈয়দ, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, যুগ্মমহাসচিব নুরুল কাদেও চৌধুরী, যুগ্মদফতর সম্পাদক কাজী শামসুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর