বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যক্তি, সমাজ-রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন করা হয়েছে, গণমাধ্যমের জন্য নয়। গতকাল হেয়ার রোডে সরকারি বাসভবনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই আইন করা হয়েছে নারী-শিশুসহ সবার ব্যক্তিগত এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য। সাইবার অপরাধী ও হ্যাকারদের হাত থেকে ডিজিটাল জগতের নিরাপত্তার জন্য। এই আইনের কোনো জায়গায় গণমাধ্যমের কর্মীদের কথা বলা হয়নি। সেই সঙ্গে মনে রাখা দরকার, সংবিধানের ৩৯ ধারা, তথ্য অধিকার আইন, সম্প্রচার আইন, গণমাধ্যমকর্মী আইন— এসব আইন সমুন্নত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন কাজ করবে।

এই সভায় আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর