বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সম্প্রচার আইন নিয়ে ক্ষোভ গণতান্ত্রিক জোটের

নিজস্ব প্রতিবেদক

সম্প্রচার আইনের বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের জরুরি সভায় গৃহীত প্রস্তাবে এ প্রতিবাদ জানানো হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বিবৃতিতে বলা হয়, এ আইনের মাধ্যমে সম্প্রচারমাধ্যমগুলোর যেটুকু স্বাধীনতা ছিল তাও কেড়ে নেওয়া হলো। সম্প্রচারমাধ্যমগুলোর ওপর সরকারের অনাকাঙ্ক্ষিত, অগণতান্ত্রিক নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হলো। সম্প্রচারমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের জন্যই এ আইন করা হচ্ছে। সভায় গৃহীত অন্য এক প্রস্তাবে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, সংসদ বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ২৩ অক্টোবর ঢাকাসহ সারা দেশে গণঅবস্থান কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর