বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উত্তরখানে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম পূর্ণিমা (৩৫)। গত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পূর্ণিমার শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার-এ। শনিবার ভোরে উত্তরখান থানার ব্যাপারীপাড়া হেলাল মার্কেটের পাশে ১১০/এ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুলে একই পরিবারের আটজন দগ্ধ হন। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওইদিনই সকালে আজিজুল ইসলাম (২৭) ও বিকালে তার স্ত্রী মোসলেমা বেগম (১৮) মারা যান। জানা গেছে, গত মাসে এই পরিবারের সদস্যরা উত্তরখানের ওই বাসার নিচতলায় ওঠেন। সেখানে তিনটি কক্ষে তারা থাকতেন। তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানার রামকানা গ্রামে। এরা পরস্পর আত্মীয়স্বজন।

সর্বশেষ খবর