বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
পিআরআই সেমিনারে বক্তারা

শহরকেন্দ্রিক উন্নয়ন ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শহরকেন্দ্রিক উন্নয়ননীতি ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফল বলে মনে করেন দেশবরেণ্য অর্থনীতিবিদরা। তারা বলেছেন, দেশে সবকিছুই এখন শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সবকিছুর কেন্দ্রবিন্দু ঢাকা হওয়ায় জীবন ধারণের জন্য মানুষের ঢাকামুখী হওয়ার প্রবণতাও বেশি। উন্নয়ন পরিকল্পনায় এমন বৈষম্য নীতির ফলও ভোগ করছে মানুষ। ফলে ঠিকভাবে চলছে না শহরের জীবনধারাও। গতকাল রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশের ভৌগোলিক অর্থনীতি : কিছু নমুনা এবং নীতি বিষয়াদি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী ড. এম. সাইদুজ্জামান, সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান—বিআইডিএসের ঊর্ধ্বতন গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন, পিআরআইর গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক প্রমুখ। সেমিনারে প্রধান অতিথি ড. আকবর আলি খান বলেন, সবকিছুই ঢাকাকেন্দ্রিক হচ্ছে। এর বাইরে চট্টগ্রাম কিছুটা গুরুত্ব পেলেও দেশের অন্য এলাকার ভৌগোলিক অর্থনৈতিক কর্মকাণ্ড সুষম নয়। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো নির্ধারিত সময়ে অর্জনের জন্য অবহেলিত অঞ্চলগুলোয় অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে হবে। ড. মোহাম্মদ তারেক বলেন, সরকার এখন জেলাকেন্দ্রিক চিন্তাভাবনা শুরু করেছে। কিন্তু এও এক ধরনের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। এটা হওয়া উচিত উপজেলাকেন্দ্রিক। অথচ সেখানে নজর কম।

ড. বিনায়ক সেন বলেন, নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক সীমারেখার মধ্যে ব্যাপকভিত্তিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও অন্যান্য ভৌগোলিক অঞ্চল উপেক্ষিতই থেকে যাচ্ছে।

এর ফলে অবহেলিত এলাকার মানুষ জীবনের তাগিদে শহরমুখী হচ্ছে। এটা যদি বিকেন্দ্রীকরণের মাধ্যমে দায়িত্ব ভাগাভাগি করা হতো তাহলে শহরকেন্দ্রিক চাপ কমত।

সর্বশেষ খবর