বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
আইডিইবি নির্বাচন

মনোনয়ন দাখিল করতে পারেনি এক পক্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে একটি পক্ষ মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। গতকাল বিকালে ওই পক্ষ মনোনয়নপত্র জমা দিতে গেলে সংগঠনের দোতলায় একটি কক্ষে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইডিইবির বাধাপ্রাপ্ত প্রকৌশলীদের পক্ষ থেকে রমনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

৫ নভেম্বর আইডিইবি ২০১৯-২০২১ টার্মের নির্বাচন। গত ১১ অক্টোবর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী গত সোমবার মনোনয়নপত্র বিক্রি ও গতকাল তা দাখিলের দিন নির্ধারিত ছিল। অভিযোগ অনুযায়ী, এদিন বিকালে সভাপতি প্রার্থী বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আবদুর রব ভূঁইয়া, অপর সভাপতি প্রার্থী ফজলুল হক মল্লিকসহ ৩০-৪০ জন মনোনয়নপত্র জমা দিতে যান। তখন আগের থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাদের ভয়ভীতি দেখান। তারা এসব উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিতে আইডিইবির ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন তাদের গেটেই হেনস্তা করা হয়। একজন মহিলা প্রার্থীর ব্যাগে প্যানেলের মনোনয়নপত্র ছিল। ওই মহিলাকে নাজেহাল করে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে ফজলুল হক মল্লিক, অপর প্রার্থী মিজানুর রহমানসহ কয়েকজনকে দোতলায় সংগঠনের ঢাকা বিভাগের কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়।

সর্বশেষ খবর