শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই আমাদের ঐতিহ্য

--- রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই আমাদের ঐতিহ্য। প্রতিটি ধর্মীয় উৎসবে আমরা ভেদাভেদ ভুলে অংশ নিই। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করেছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব কর্মকর্তা এখন উচ্চপদে আসীন, তাদের প্রায় সবারই নিয়োগ হয়েছিল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে। গতকাল রমনা কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় রমনা কালী মন্দিরের সভাপতি উৎপল সাহা বক্তৃতা করেন।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, নূরুল ইসলাম নূরু, আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, হেলাল উদ্দিন, ফখরুল আহসান শাহজাদাসহ কেন্দ্রীয় নেতারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর