রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাবেক মন্ত্রী আবদুর রৌফ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

সাবেক মন্ত্রী আবদুর রৌফ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর স্নেহধন্য, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুর রৌফ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা চৌধুরী পরিবারে জন্ম নেন তিনি। ২০০৭ সালের ২১ অক্টোবর তিনি মারা যান। আবদুর রৌফ চৌধুরী ছিলেন বৃহত্তর দিনাজপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব। তার একমাত্র ছেলে খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ আসনে টানা দ্বিতীয়বারের সংসদ সদস্য ও টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে মরহুমের কবরে কেন্দ্রীয় আওয়ামী লীগ, রৌফ চৌধুরী ফাউন্ডেশনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া দরিদ্রদের মাঝে কাপড় ও খাবার বিতরণ এবং এতিমখানায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। পারিবারিকভাবে এবং স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে কোরআন খানি, আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয় হতে শোক র‌্যালি সহকারে মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল।

সর্বশেষ খবর