রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে

—মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। সবারই একটি প্রশ্ন— নির্বাচন হবে কিনা বা হলেও কীভাবে হবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না, এটা একজন পাগলও বোঝে। তাই নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সরকারের অধীনে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গতকাল বিকালে ইসলামী আন্দোলনের সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শহরের রেজিস্ট্রার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন মাওলানা গাজী আতাউর রহমান, প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, আলহাজ নজীর আহমাদ, ডা. রিয়াজুল ইসলামসহ নগর ও জেলা নেতৃবৃন্দ।

মুফতি সৈয়দ ফয়জুল করীম সরকারের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা প্রবর্তন ও তফসিলের আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিন। নির্বাচন কমিশন পুনর্গঠন করুন। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে রক্ষা করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবাইকে সমান সুযোগ দিতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপির চক্রান্ত বন্ধ করতে হবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, রাজনৈতিক নৈরাজ্য ও প্রতিহিংসার আগুন যেভাবে ধেয়ে আসছে, তা যদি নির্মূল করা না যায় তাহলে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশের মতো আমাদের দেশেও গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠায় সবাইকে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর