সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষকদের সিলেকশন গ্রেড বাস্তবায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক

বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গতকাল জাতীয়  প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান তারা। বকেয়া টাইম স্কেল/সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী বেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, অর্থ মন্ত্রণালয় যথা সময়ে টাইম স্কেলের ফাইল ছেড়ে দিলেও শিক্ষা মন্ত্রণালয় অদৃশ্য কারণে এটি ঝুলিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে টাইম স্কেল সাত দিনে বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও বলেন, বিগত ৫ থেকে ৬ বছর ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৩৯ জন সহকারী শিক্ষক সিলেকশন গ্রেড বঞ্চিত।

সংবাদ সম্মেলনে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাবুবুল আলম, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর