মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের নির্দেশে দেশের বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আদালতে জানান, একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।

পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করে। পাঁচ সদস্যের কমিটিতে আছেন—স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক মালিক সমিতির মহাসচিব। মোতাহার হোসেন সাজু আরও জানান, এরই মধ্যে কমিটি বিভিন্ন পত্রিকায় সার্কুলার জারি করে মূল্য তালিকা তৈরি করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে অর্ডিন্যান্স প্রণয়নের জন্য বলা হয়েছে। এ ছাড়া দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। রিটকারী আইনজীবী বশির আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ ধরনের পদক্ষেপে আমরা অত্যন্ত আশাবাদী। ১৯৮২ সাল থেকে এই পর্যন্ত এ বিষয়ে কোনো কাজ হয়নি। বেসরকারি মেডিকেল ক্লিনিকে অব্যবস্থাপনা দূর করতে এটি অনেক কার্যকর হবে। মূল্য তালিকা এবং তা তদারকির ব্যবস্থা থাকলে চিকিৎসা খাতের অনেক উন্নয়ন ঘটবে বলেও মনে করেন তিনি। ২৪ জুলাই এক আদেশে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার ফি তালিকা করে টানাতে নির্দেশ দেয় হাই কোর্ট। ওই আদেশের পরে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবরেটরিতে বিভিন্ন প্যাথলজি পরীক্ষার ফি, সেবার মূল্য তালিকা এবং চিকিৎসার ফির তালিকা করে প্রকাশ্যে টানানোর আদেশ জারি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর