মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পুলিশি বাধায় লেবার পার্টির সমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিবেদক

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। গতকাল সকাল সোয়া ১০টায় রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই নাগরিক সমাবেশ হওয়ার কথা ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন।

কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই পুলিশ এসে লেবার পার্টির নেতা-কর্মীদের বের করে দিয়ে মিলনায়তনে তালা লাগিয়ে দেয়। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ উপস্থিত হলেও ঢুকতে পারেননি। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা বলেন, অনুমতি ছিল না বলে এ পদক্ষেপ নিয়েছেন তারা। তবে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান দাবি করেছেন, সমাবেশের অনুমতি তাদের নেওয়া ছিল। তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠান ছিল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। রবিবার গভীর রাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ আমাদের জানায়, মিলনায়তনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এরপর আমরা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছি। লেবার পার্টির অনুষ্ঠানের অনুমতি আমরা মহানগর পুলিশ থেকে আগেই নিয়ে রেখেছিলাম। জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠান কর্তৃপক্ষ বাতিলের পর আমরা এখানে এসেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর