সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চোখের পলকেই লাশ বাবা-মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাবা-মা ও শিশুকন্যাসহ চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার মাদামবিবির হাট এলাকায় গত রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আবুল কাশেম ওরফে তোরান আলী (৪৮), তার স্ত্রী রোকেয়া বেগম (৩৪), তাদের ১৩  মাস বয়সী মেয়ে সুমা আক্তার ও শ্রমিক শহিদুল আলম।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ট্রেনের একটি ইঞ্জিন উল্টো দিকে যাওয়ার সময় রেললাইনে হাঁটতে থাকা চারজনকে পেছন থেকে ধাক্কা দেয়। নিহত রোকেয়ার ভাই জাহাঙ্গীর আলম জানান, তার বোন, দুলাভাই ও ভাগনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। ভাটিয়ারি রেল স্টেশন মাস্টার আরমান হোসেন বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি মাদামবিবির হাট এলাকায় বিকল হয়ে যায়। সেই ট্রেন টেনে আনার জন্য রিলিফ ট্রেনটি গিয়েছিল। সীতাকুণ্ডু রেলপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একজনের লাশ আমরা পেয়েছি। বাকি তিনজনের লাশ স্বজনরা নিয়ে গেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুন পাশা ও জিআরপি পুলিশের শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর