মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শনির আখড়ায় এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মেহেরুন আকতার মুনা (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মুনা শেখদী আবদুল মোল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। জানা গেছে, শনির আখড়া শেখদী এলাকায় একটি ৬তলা ভবনের ৫ম তলায় মায়ের সঙ্গে থাকত মুনা। তার বাবা মৃত মহসিন মিয়া। দুই ভাই বোনের মধ্যে সে ছোট। বড় ভাই নানার বাড়ি ময়মনসিংহে থাকেন। মেডিকেল সূত্র জানায়, গতকাল মুনার টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে সে অকৃতকার্য হয়। দুপুরে বাসায় এসে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখে সে। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে তার সহপাঠী ও প্রতিবেশীদের সহযোগিতায় দরজার ছিটকিনি ভেঙে ঘরে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে বিকালে ধানমন্ডির শংকরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জনি (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। জনি মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় থাকতেন।

সর্বশেষ খবর