বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কনভেনশন সিটি বসুন্ধরায় উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হয়ে গেল উত্তরা ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন। বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন উপলক্ষে গতকাল বিকালে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আজিজুর রহমান। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিন হাজার ৫৮০জন গ্র্যাজুয়েটকে অনুষ্ঠানে সমাবর্তন প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হবে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্র। সবাইকে গবেষণায় মনোযোগী হতে হবে। গবেষণা ছাড়া উচ্চশিক্ষা হয় না। গবেষণা হলে সৃষ্ট জ্ঞান জাতির মৌলিক সমস্যাগুলোর সমাধানে কাজে আসবে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা মানসম্মত শিক্ষা দিতে পারবেন না, তারা প্রতিযোগিতার বাজার থেকে হারিয়ে যাবেন।

 

সর্বশেষ খবর