শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশ বইমেলার উদ্বোধন

কলকাতা প্রতিনিধি

কলকাতায় শুরু হলো ‘বাংলাদেশ বইমেলা-২০১৮’। শুক্রবার বিকালে কলকাতার মোহরকুঞ্জে (রবীন্দ্র সদনের বিপরীতে) আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশের লেখক ও গবেষক প্রফেসর রতন সিদ্দিকী, কলকাতার প্রকাশক ও লেখক ত্রিদিব চ্যাটার্জি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, বাংলা কেবল বাংলাদেশের মানুষের ভাষাই নয়, পশ্চিমবঙ্গের মানুষের ভাষাও বাংলা। তাই বাংলাদেশের লেখকদের বইয়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক। কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলা সে আগ্রহ পূরণের কাজটি করে থাকে।

সর্বশেষ খবর