সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুদ্ধাপরাধ : হবিগঞ্জের দুই আসামির রায় আজ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের লাখাই থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি পলাতক মো. লিয়াকত আলী এবং কিশোরগঞ্জের আমিনুল ইসলামের (রজব আলী) বিরুদ্ধে মামলার রায় আজ ঘোষণা করা হবে। গতকাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন নির্ধারণ করে। প্রসিকিউটর রানা দাশগুপ্ত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুই আসামির বিরুদ্ধে যেসব সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থিত করেছি আশা করি তাতে সর্বোচ্চ শাস্তি হবে তাদের। এর আগে গত ১৬ আগস্ট এ মামলার শুনানি শেষ করে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে সিএভি (অপেক্ষমাণ) রাখে আদালত। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম। পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, রাষ্ট্রপক্ষ থেকে এ দুই আসামির সর্বোচ্চ সাজা দাবি করে যুক্তি উপস্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর