সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাই কোর্টে আমীর খসরু মাহমুদের জামিন

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ খসরুর জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়। আদালতে আমীর খসরুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ২১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে ওই একই মামলায় হাই কোর্টে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর