সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘তারাও এখন প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (আইডিএ)-এর চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, যারা এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন তারা এখন তার গুণগান করছেন। এখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য সংলাপ চাচ্ছেন, সংলাপ করছেন। সবাই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী সত্যিকারের ইসলামের পক্ষের মানুষ।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএম নাজমুল হকের নেতৃত্বাধীন নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয় পার্টির অ্যালায়েন্সে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বিএম নাজমুল হক, অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান লায়ন এম আউয়াল এমপি, মহাসচিব নুরুল ইসলাম খানসহ অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএম নাজমুল হক মিছবাহুর রহমান চৌধুরী ও লায়ন এম আউয়ালের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অ্যালায়েন্সে যোগদান করেন।

মিছবাহুর রহমান বলেন, আমরা সত্যিকার অর্থে ইসলামের চর্চা করতে চাই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই। ছদ্মবেশীরা যেন ক্ষতি করতে না পারে সেজন্য  প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বলেন।

এম এ আউয়াল বলেন, নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয় পার্টি অ্যালায়েন্সে যোগ দেওয়ায় আমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরের উন্নয়ন হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএম নাজমুল হক বলেন, ইসলামী শক্তিকে একত্রিত করতে আমরা অ্যালায়েন্সে যোগ দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চাইবেন আমরা সেভাবেই নির্বাচনে অংশ নেব। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর