সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাংবাদিক শিমুল হত্যা

প্রধান আসামি মেয়র মিরুর জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র হালিমুল হক মিরু জামিন পেয়েছেন। গ্রেফতার হওয়ার ২১ মাস পর হাই কোর্টের বিচারপতি এনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল দুপুরে তাকে স্থায়ী জামিন দেয়।

মিরুর ছোট ভাই হাফিজুর রহমান পিন্টু জানিয়েছেন, মামলার বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। মেয়র মিরু বর্তমানে সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তিনি মুক্ত হতে পারবেন। তবে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত কারা কর্তৃপক্ষ কাগজপত্র পায়নি বলে জানিয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু গ্রুপের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু, তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর