সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির অপরাধ নিয়ে ড. কামাল একটি কথাও বলেননি : ইনু

মানিকগঞ্জ প্রতিনিধি

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেন ৭ দফা দেওয়ার সময় কৌশলে বিএনপির অপরাধ সম্পর্কে একটি কথাও বলেননি। বিএনপির ঘরে ঢুকে জামায়াতকে নিয়ে একসঙ্গে খাবেন না- তা কি হয়? পানিতে নামবেন সাঁতার কাটবেন- চুল ভেজাবেন না, এটা কি সম্ভব? গতকাল বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাজারে ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘অসাংবিধানিক সরকার গঠনের জন্যই ঐক্যফ্রন্টের ৭ দফা। এ দফার অর্থ হলো বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া, একটা অস্বাভাবিক সরকার তৈরি করা। খালেদা, তারেক এবং যুদ্ধাপরাধীদের আবার রাজনীতির মাঠে নিয়ে আসা।’ শিবালয় উপজেলা জাসদের সভাপতি কে এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয়  কমিটির সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, সহ-সভাপতি ও মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি প্রমুখ। এ সময় বক্তারা আফজাল হোসেন খান জকি ও ইকবাল হোসেন খানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার জন্য ১৪ দলের প্রতি দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর