সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে রোহিঙ্গাসহ দুজন আহত

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রোহিঙ্গাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তের জিরো পয়েন্টের ২০নং খুঁটির কাছে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২ এর আমির হোসেনের ছেলে নূরুল ইসলাম (১৮) ও উখিয়ার থাইংখালী উত্তর রহমতের বিল এলাকার শাহাব মিয়ার ছেলে জয়নাল আবেদীন (১৩)। তাদের ক্যাম্পের রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, সকালে স্থানীয় কয়েকজন ছেলে বালুখালী সীমান্তের পাশে গরু আনতে যায়। একপর্যায়ে কিছু গরু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বালুখালী ২০নং পিলারের কাছাকাছি চলে যায়। এসময় রাখাল বালকরা গরু আনতে গেলে সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর