শিরোনাম
সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুদকের হস্তক্ষেপে বন্ধ হলো অতিরিক্ত ফি আদায়

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষা ২০১৯-এর ফরম পূরণে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় বন্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে বন্ধ হয়ে যায় অতিরিক্ত অর্থ আদায়। গতকাল রাজধানীর হাজারীবাগ এলাকায় সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগের ভিত্তিতে অভিযানে অংশ নেন দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ। দুদক জানায়, কমিশনের অভিযান কেন্দ্রের হটলাইনে অভিযোগ আসে এসএসসি পরীক্ষা ২০১৯-এর ফরম পূরণে সরকার নির্ধারিত ফি ১৫০০ টাকার পরিবর্তে সালেহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ৪০০০ টাকা করে নিচ্ছে। তাত্ক্ষণিক ওই স্কুলে অভিযান চালান দুদক বিশেষ টিমের সদস্যরা। অভিযানকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পরবর্তী সময় টিম সদস্যদের সামনেই স্কুল কর্তৃপক্ষ এই মর্মে  নোটিস জারি করেন, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখার ছাত্রদের ফরম পূরণ বাবদ নির্ধারিত ১৮৪০ টাকা এবং বিজ্ঞান শাখার ছাত্রদের নির্ধারিত ১৯৫০ টাকা হারে ফরম পূরণের ফি জমা দিতে হবে। এ সময় প্রধান শিক্ষক দুদক টিমকে জানান, এখন থেকে কোনো অবস্থাতেই ফরম পূরণে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না।

অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ফরম পূরণে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক। এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় সে বিষয়টির ব্যাপারে কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর