শিরোনাম
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এ ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আসছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সুমহান ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে অব্যাহত রাখতে হবে। সূত্র বাসস। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি আরও বলেন, সমাজে স্বার্থপরতা, হিংসা, লোভ ও নৈতিকতার অবক্ষয় শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও প্রযুক্তির অপব্যবহারও তরুণদের বিপথে পরিচালিত করতে ভূমিকা রাখছে। এতে অনেক সম্ভাবনাময় প্রতিভা অকালে ঝরে যাচ্ছে। এ অবস্থা থেকে তরুণদের মুক্ত রেখে তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্কাউট আন্দোলন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ১৩ জনকে স্কাউটের সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’, ১৬ জনকে দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ দেন রাষ্ট্রপতি। এ ছাড়া ১০ জনকে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড, ৫৪৬ জনকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটসের সভাপতি প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, স্কাউটের প্রধান জাতীয় কমিশনার দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান বক্তব্য দেন।

সর্বশেষ খবর