মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমিনুল হক বাদশা স্মৃতি সংসদ গঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশা স্মরণে আমিনুল হক বাদশা স্মৃতি সংসদ গঠন করা হয়েছে। প্রবাসী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীকে প্রধান উপদেষ্টা ও অফিসার্স ক্লাবের সাবেক সহসভাপতি খন্দকার রাশিদুল হক নবাকে স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজকে সদস্য সচিব করা হয়েছে।

গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক সভায় এ সংসদ গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আমিনুল হক স্মৃতি সংসদের উদ্যোগে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমিনুল হক বাদশার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে। স্মৃতি সংসদের উপদেষ্টামণ্ডলী এবং নির্বাহী কমিটিতে প্রয়াত বাদশার ঘনিষ্ঠজন, বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ, সমাজচিন্তাবিদরা থাকবেন। এ ছাড়াও স্মারক গ্রন্থের সম্পাদকমণ্ডলীতে থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অফিসার্স ক্লাবের সাবেক সহসভাপতি খন্দকার রাশিদুল হক নবার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক কাজী রশীদুল হক পাশা, সাংবাদিক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের বাণিজ্যিক উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, সাংবাদিক দাউদ ভুঁইয়া, অফিসার্স ক্লাবের সহসভাপতি এম এ রাজেক, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বিকন গ্রুপের সহসভাপতি মোহাম্মদ হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর