মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দম্পতিকে তুলে নেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রাম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুহিন সরকার ও নাছরিন আক্তার রুমি নামে এক দম্পতিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবার থেকে এই অভিযোগ করা হলেও বিষয়টি অস্বীকার করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে রুমি অন্তঃসত্ত্বা।

তুহিনের বাবা বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মফিজ উদ্দিন সরকার জানিয়েছেন, রবিবার বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী কিছু সদস্য ও নারী সদস্য ছেলে ও পুত্রবধূকে তুলে নিয়ে যায়। এ সময় রাস্তায় পুলিশের দুটি পিকআপ ভ্যানে পুলিশ ছিল। তাদের কেন তুলে নেওয়া হচ্ছে পরিবারের পক্ষ এমন প্রশ্ন করা হলেও তারা কোনো জবাব দেননি। তুহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে তুলে নেওয়ার বিষয়টি মেলান্দহ থানা পুলিশকে অবহিত করা হলে তারা এ বিষয়ে কিছুই জানে না বলে জানানো হয়েছে।

পুলিশের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন বলেন, তুহিন ও তার স্ত্রীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি তাদের জানা নেই।

সর্বশেষ খবর