শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় নবান্ন উৎসবের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পিঠা মেলা, লোকশিল্প প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলাসহ নানা কর্মসূচিতে খুলনায় জাকজমকপূর্ণ নবান্ন উৎসব উদযাপন করা হবে। গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে উৎসবের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী পয়লা অগ্রহায়ণ (১৫ নভেম্বর) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল এ উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জেলার বিভিন্ন সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর