শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানের ফ্লাইট রানওয়ে থেকে ফিরে এলো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যান্ত্রিক ত্রুটির কারণে এবার রানওয়ে থেকে টার্মিনালে ফিরে এলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এর প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ত্রুটি সেরে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। গতকাল সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি০১২৮) এ ত্রুটি দেখা দেয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার-ই-জামান বলেন, বিমানটি ওড়ার আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে বেলা ২টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।

ওই ফ্লাইটের যাত্রী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া। তিনি চরম ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, সকাল ৮টা ৫ মিনিটে দুবাই থেকে আসা বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। বিমানটি ওড়ার জন্য রানওয়েতেও যায়। এ সময় ত্রুটি দেখা দেওয়ায় ফিরে আসে টার্মিনালে। এ সময় প্রায় দুই ঘণ্টা বিমানের মধ্যেই সবাইকে বসিয়ে রাখা হয়। এসিও বন্ধ করে দেওয়া হয়। তখন প্রায় ৬০০ যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়। পরে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠলে তাদের বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে আসা হয়।

সর্বশেষ খবর