শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুনঃ তফসিল ঘোষণা করুন : খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, এক দিনের মাথায় নির্বাচন তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের প্রতি অনাস্থার বাড়তি বোঝা স্বেচ্ছায় মাথায় তুলে নিলেন। তফসিল পরিবর্তনের অতীত নমুনা ও বিদ্যমান বাস্তবতায় আমরা এ সভা থেকে তা স্থগিত এবং পিছিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এ কথা বলেন। পরে লাল পতাকা মিছিল করে তারা। বাসদ ঢাকা মহানগর আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, নিখিল দাস প্রমুখ বক্তব্য রাখেন।

খালেকুজ্জামান বলেন, শাসক দল সংলাপে যতটা আন্তরিকতা প্রদর্শন করেছে তার চেয়েও বেশি ক্ষমতা হারানোর ঝুঁকি ও অশুভ শক্তির অনুপ্রবেশ আশঙ্কার ইঙ্গিত করে সন্তোষজনক সমাধানের পথ এড়িয়ে গেছেন। দলিল জরিপে তালগাছটির মালিকানা নির্ধারণের পরিবর্তে তালগাছটি আমার এই সিদ্ধান্তে কর্তব্য কর্ম পালনে তারা অবিচল রয়েছেন। ফলে একটা সংকট কাটাতে গিয়ে আরেকটা বড় সংকট তৈরির অতীত পুনরাবৃত্তির দিকেই দেশকে ঠেলে দেওয়া হলো কিনা সে উৎকণ্ঠা থেকেই গেল। রাজনৈতিক সমঝোতার আগে তফসিল ঘোষণা গণআকাঙ্ক্ষার পরিপন্থী। ১৯৭৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০টি সংসদ নির্বাচন হয়েছে। তাতে অবাধ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পথ সুগম হয়নি, পার্লামেন্টারি ব্যবস্থা কার্যকারিতা লাভ করেনি, সুশাসন কিংবা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা পায়নি, জনগণের ক্ষমতায়ন হয়নি, দিনে দিনে পার্লামেন্ট ব্যবসায়ীদের ক্লাবের রূপ নিয়েছে। রাজনীতিকে অঢেল অর্থ-বিত্ত উপার্জনের হাতিয়ার বানানো হয়েছে, দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রক্রিয়ায় দুর্বৃত্ত এবং কায়েমি স্বার্থবাদীদের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে গেছে। ২৪ মে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত পুলিশের সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো তথ্য মোতাবেক মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫০ জনপ্রতিনিধি, ১০ এমপি, ১৫ সাবেক এমপি, অর্ধশতাধিক পৌর মেয়র, দুই শতাধিক কাউন্সিলর, দেড় শতাধিক ইউপি চেয়ারম্যান রয়েছে। এদের আইনের আওতায় আনার খবর নেই কিন্তু মাদকসেবীরা ক্রসফায়ারে যাচ্ছে। ক্ষমতার মালিক জনগণ বলা হলেও ক্ষমতাবৃত্তের বাইরে তারা ছিটকে পড়েছে এবং ক্ষমতাবান প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে আছে।

সর্বশেষ খবর