রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট নগরী থেকে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। শুক্রবার গভীর রাত থেকে করপোরেশনের বিশেষ দল বিভিন্ন প্রার্থীর পক্ষে সাঁটানো ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন সরানোর কাজ শুরু করে। এ সময় চৌহাট্টা ও রিকাবিবাজার এলাকার বেশকিছু বিলবোর্ড ও ব্যানার অপসারণ করেন সিসিক কর্মচারীরা। সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক জানান, সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশনা শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) থেকে সিটি করপোরেশনে আসে।

 নির্দেশনা পেয়ে রাতেই অভিযান শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণসহ সব ধরনের প্রচারসামগ্রী কয়েক দিনের মধ্যে পুরো নগরী থেকে অপসারণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের লাগানো আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর